সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পঞ্চক্রোশী ইউনিয়নের বেতবাড়ী পূর্ব সাতবাড়ীয়া খেয়াঘাটের কাছাকাছিতে ফুলজোড় নদীতে ভাঙ্গন শুরু হয়েছে।
নদী পাড়ের প্রায় তিনশো ফুট জায়গার ভাঙ্গনে জমি নাই হয়ে যাচ্ছে। এমন ভাঙ্গনে নদী পাড়ের বসতি পরিবারগুলোর মাঝে আতংক দেখা দিয়েছে। শুকনো মৌসুমে নদী ভাঙ্গন বেশ কদিন আগে শুরু হয়েছে বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে ভাঙ্গন জায়গায় নদীর পানি স্রোতে ঘুরপাক খাচ্ছে। সেখানে নদী পাড়ের জমি ভেঙ্গে নদীতে বিলীন হয়ে গেছে বলে জানা গেছে। নদী পাড়ের জমি বড় ছোটো ধরণের বহু ফাটল ধরেছে।
নদী পাড়ের বসতি রঞ্জু মিয়া ও আরো কজন জানান এরই মধ্যে ভাঙ্গনে বেশ কিছু পরিমাণ জমি নদীতে বিলীন হয়ে গেছে। বিভিন্ন সবজী ফসলের আবাদ করা হয়েছিলো। নদী ভাঙ্গন এলাকার কাছাকাছি গোটা চারেক পরিবারের বসতভিটে বাড়ী আছে। এককন পরিবারগুলোর মাঝে নদী ভাঙ্গনে বেশ ক্ষতির আতংক দেখা দিয়েছে বলে জানা গেছে। তাদের কথায় এখনই নদী ভাঙ্গন বন্ধ কিংবা ঠেকানো না গেলে তাদের বসতভিটে বাড়ী নদী ভাঙ্গনের কবলে যেতে পারে।
পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান বেতবাড়ী পূর্ব সাতবাড়ীয়া এলাকায় ফুলজোড় নদী ভাঙ্গন বিষয়ে তার কিছু জানা নেই। তিনি সরেজমিনে দেখবেন এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে বিষয়টি জানাবেন বলে জানান।
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) সানজিদা সুলতানা বলেন তিনি সরেজমিনে গিয়ে ভাঙ্গনের বিষয়টি দেখবেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :