`খেলাধুলায় বাড়ে বল, মাদক ও স্মার্ট ফোন ছেড়ে মাঠে চল` এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় খেলাধুলার মান উন্নয়ন এবং রাজবাড়ী জেলায় অনুষ্ঠিত বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করার লক্ষে অনুর্ধ্ব-(১৪ ও ১৬) দলকে এক সেট ক্রিকেট খেলার সামগ্রী উপহার দেয়া হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে খেলোয়াড়দের হাতে গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে এ ক্রীড়া সামগ্রী তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শরিফুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্কুল শিক্ষক মাহাফুজুর রহমান মিলন, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল সহ খেলোয়াড়বৃন্দ প্রমূখ।
একুশে সংবাদ/জ.হ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :