শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া`র সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, প্রধান উপদেষ্টা শেরপুর-৩আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপদেষ্টা মো. মোফাজ্জল হোসেন চৌধুরী, সহকারি কমিশনার (ভুমি) মো. আশরাফুল কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, ওসি(তদন্ত) মো. আবুল কাশেম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় প্রমুখ।
উক্ত সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সদ্য সমাপ্ত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন হওয়ায় সন্তুষ প্রকাশ করা সহ উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারি ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা শেরপুর-৩আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম।
উল্লেখ্য যে, সদ্য নির্বাচিত শেরপুর-৩আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের নিষ্টার সাথে স্ব-স্ব দ্বায়িত পালন করতে আহবান করেন। এছাড়াও উপজেলার বিভিন্ন পয়েন্ট থেকে সিএনজি, ইজিবাইক ও অটো রিক্সা থেকে চাঁদা উত্তোলণের নিষেধাজ্ঞা জারি করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :