কিশোরগঞ্জের পাকুন্দিয়ার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কুমরি এলাকায় প্রভাবশালীদের প্রভাবে ধ্বংস হচ্ছে কৃষি জমি ও নষ্ট হচ্ছে রাস্তাঘাট।
২০ই জানুয়ারী (শনিবার) সরেজমিনে গিয়ে দেখা যায়, কুমরি গ্রামের প্রভাবশালী শামসুল হক ও কটিয়াদী উপজেলার আদমপুর এলাকার মাটি ব্যবসায়ী জসিম উদ্দিন যোগসাজশে অবৈধভাবে একটি তিন ফসলি জমিকে বেকু দিয়ে ৬-৭ফুট গভীর করে মাটি বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।
এ বিষয়ে জানতে চাইলে প্রভাবশালী মাটি খেকো জসিম উদ্দিন ক্ষীপ্ত হয়ে বলেন আমরা এসিল্যান্ডের অনুমতি নিয়ে মাটি বিক্রি করছি।
এ বিষয়ে কুমরি গ্রামের বাসিন্দা আবু সালেক গণমাধ্যমকে জানান, প্রতিনিয়তই এই প্রভাবশালী মহল মাটির ব্যবসা করে রাস্তাঘাট/গাছপালা নষ্ট করছে।এই বিষয়ে প্রতিবাদ করলে তারা আমাদের বিভিন্নরকম হুমকি/ধামকি দেয়।আমরা প্রশাসনের কাছে বিচার চাই।
এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তারকে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি এ বিষয়ে একটি দরখাস্ত পেয়েছি তবে আমি তাদেরকে কোনো অনুমতি দেয় নাই।
এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর হোসেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে উল্লেখ করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :