পাবনার ভাঙ্গুড়ায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা বিচ্ছিন্ন ব্যবসায়ী আলাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতাল থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন।
আলাউদ্দিন পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বলাইগাতী গ্রামের আজাহার আলীর ছেলে। তিনি পেশায় একজন সবজি ব্যবসায়ী। উপজেলার দিলপাশার রেলস্টেশনে তাঁর একটি সবজির দোকান রয়েছে বলে জানা গেছে।
জানা যায়, শনিবার (২০ জানুয়ারি) ভোরে উপজেলার বড়াল ব্রীজ স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে আলাউদ্দিন (৪৮) নামে ঐ সবজি ব্যবসায়ীর এক পা বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া তার ডান পাও প্রায় বিচ্ছিন্ন হয়।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক আলাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) এ পাঠানো হয়।
এ বিষয়ে সবজি ব্যবসায়ী আলাউদ্দিনের একমাত্র ছেলে আহসান হাবীব বলেন, উন্নত চিকিৎসার জন্য তার পিতাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চান তিনি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :