ঘন কুয়াশার কবলে পড়ে রাজবাড়ীর দৌলতদিয়া, মানিকগঞ্জের পাটুরিয়া, আরিচা ও পাবনার কাঁজীরহাট নৌরুটে ৮ ঘন্টার অধিক সময় বন্ধ থাকার পর পুনরায় ফেরিসহ সকাল নৌযান চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে এ নৌরুট গুলোতে পূনরায় ফেরি সহ সকল ধরনের নৌযান চলাচল শুরু করে বিআইডব্লিটিসি ঘাট কতৃর্পক্ষ।
এরআগে সোমবার (২২ জানুয়ারি) দিবাগত রাত থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্ব তীব্র থেকে আরও তীব্রতর হয়। রাত সোয়া ১টার দিকে নৌপথের মার্কিন বাতি অস্পৃষ্ট হয়ে যাওয়ায় নৌযান চলাচল ঝুকিপূর্ণ হয়ে পড়লে এ-সময় নৌরুট গুলোতে ফেরি সহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষনা করে ঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিআইডব্লিটিসি`র দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক মো. আলিম দাইয়ান বলেন, ঘন কুয়াশায় নৌ-দূর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাত সোয়া ১ টা থেকে ফেরি সহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল। সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি সহ সকল ধরনের নৌযান চলাচল শুরু করা হয়।
একুশে সংবাদ/জ.ই.প্র/জাহা
আপনার মতামত লিখুন :