পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর ১২ টায় কাউখালী উপজেলা প্রশাসনিক সভাকক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা মহিউদ্দিন মহারাজ।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, শিয়ালকাঠী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান, চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্য বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আগে মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আশ্রয় আনতে হবে। নতুন প্রজন্মকে বাঁচিয়ে রাখতে হলে সমাজ থেকে মাদককে ধ্বংস করতে হবে।
তিনি আরো বলেন থানায় কোন মামলা লেনদেন না হয়। দরকার বোধে সাইনবোর্ড টাঙ্গিয়ে দিবেন। মামলা করতে কোন টাকা পয়সা লাগবে না।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :