‘হাতের মুঠোয় হাজার বছর, আমরা চলেছি সামনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মোসলেমাবাদ গ্রামে চারণ থিয়েটার আয়োজিত ৬ দিনব্যাপী চারণ নাট্যমেলা ব্যপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়।
১৮ জানুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামাবাদ ওয়াছিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৬ দিনব্যাপী চারণ নাট্যমেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল। উদ্বোধনী মঞ্চে আলোচনার পর প্রতিরাতে বিভিন্ন থিয়েটারের পরিবেশনায় নাটক মঞ্চায়িত হয়। ১ম দিন মঞ্চায়িত হয় মেলান্দহ শহীদ সমর থিয়েটার পরিবেশিত নাট্যকার আসাদুল্লাহ ফারাজী রচিত ও শাহীন রহমান নির্দেশিত নাটক- ‘রাধার বিবর্ণ অধ্যায়’।
চারণ নাট্যমেলার ২য় দিন পরিবেশিত হয় নাটক- ‘মুনাই সওদাগর’। চারণ থিয়েটার পরিবেশিত মুুলভাবনায় সাখাওয়াত হোসেন, রচনা ও নির্দেশনা রেজাউল করিম রেজা ও নব নাট্যায়ন শাহীন রহমান। ৩য় দিন পরিবেশিত হয় ভারতের প্রখ্যাত লেখক দেবব্রত সিংহ রচিত নাটক-তেজ। শাহীন রহমান নির্দেশিত এই নাটক পরিবেশনা করে জামালপুর থিয়েটার অঙ্গন। ৪র্থ দিন পরিবেশিত হয় ঐতিহাসিক ‘সঙ যাত্রা’। পরিবেশনা করে টাঙ্গাইল মহাদেব সঙ যাত্রা দল।
৫ম দিন বিকালে ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয়, মাদারগঞ্জ পরিবেশিত অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রাতে মঞ্চায়িত হয় জামালপুরের প্রখ্যাত গীতি নৃত্য নাটক- ‘খায়রুন সুন্দরী’পরিবেশনা জামালপুর জেলা শিল্পকলা একাডেমি। রাত ৯ টায় অনুষ্ঠিত হয় বাউল গানের আসর, পরিবেশনা আদারভিটা মানুষ বাউল।
চারণ নাট্যমেলার ৬ষ্ঠ দিন অর্থাৎ সমাপনী দিন পরিবেশিত হয় বাংলাদেশের প্রখ্যাত ও বর্তমান সময়ের জনপ্রিয় পালাকার- ইসলাম বুয়াইতির পালা- ‘কমলা রানীর সাগর দিঘি’।
উদ্বোধনী দিনসহ প্রতিদিন সভাপতিত্ব করেন- চারণ থিয়েটারের সভাপতি নাট্যকার সাখাওয়াত হোসেন। সঞ্চালনা করেন অত্র থিয়েটারের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সিদ্দিকী লেলিন। পুরো মাঠজুড়ে উৎসবের আমেজ মেতে উঠেছিল। দিনরাত ভর উৎসবমুখর মেলা ও নাটক পরিবেশিত হয়। মেলা ও নাটক দেখতে ভিড় করেছিল দূরদূরান্তর থেকে হাজারো নারী পুরুষ দর্শক।
এবার চারণ থিয়েটারের ২৩ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ নাট্যমেলার আয়োজন করা হয়। প্রতিবছরের ধারাবাহিকতায় ৭ম বারের মতো কয়েক দিনব্যাপী নাট্যোৎসব ও মেলার আয়োজন করেছে এই সাংস্কৃতিক সংগঠন। নাট্যমেলার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :