AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নৌযান চলাচল বন্ধ


ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নৌযান চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় ভোর সাড়ে ৪টা থেকে ফেরি-লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে ঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা যায়, মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিনগত রাত থেকে নদীতে কুয়াশা পড়তে শুরু করে। সমায় বাড়ার সাথে সাথে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। ভার রাত সাড়ে ৪টার দিকে কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো নৌপথ। এতেকরে নৌপথের মার্কিং বাতি দৃষ্টিসীমার বাইরে চলে যায়।

এ-সময় দুর্ঘটনা এড়াতে নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 

এদিকে নদী পার হতে আসা বেশকিছু যানবাহন আটকা পড়েছে ঘাট এলাকায়। ফলে আটকে পড়া যানবাহনের যাত্রী ও সংশ্লিষ্টদের তীব্র শীতের মধ্যে চরম দুর্ভোগে পড়তে হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. আব্দুর রহিম জানান, ফেরির দিক নির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি সার্ভিস চালু করা হবে। এ-নৌরুটে ছোট বড় মিলিয়ে ১৩টি ফেরি চলাচল করছে বলে জানান এই কর্মকর্তা।


 

একুশে সংবাদ/এস কে 

Link copied!