রাজশাহীর বাঘায় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ছাত্রদল নেতা আবু আফজালের (৪৫) মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় তার মৃত্যু হয়।
আবু আফজাল বাঘা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও চকছাতারী গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে। বাঘায় নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন তার বড় ভাই বাবুল ইসলাম।
জানা যায়, আফজাল ১২ জানুয়ারি শ্বশুরবাড়ি দুড়দুড়িয়া গ্রামে যায়। সেখানে তিনি খেজুরের কাচা রস খান। এই রস খাওয়ার পরের দিনই অসুস্থবোধ করতে থাকেন। ১৪ জানুয়ারি তার অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে পরিস্থিতির আরো অবনতি হলে আফজালকে বুধবার (২৩ জানুয়ারি) সকালে বাঘায় নিপা ভাইরাসে আক্রান্ত অবস্থায় আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে আফজালের বড় ভাই বাবুল ইসলাম বলেন, ১৩ দিন আগে আমার ছোট ভাই তার শ্বশুর বাড়িতে খেজুরের কাচা রস খাওয়ার পরই অসুস্থ হয়। এরপর হাসপাতালে তার মৃত্যু হয়। এছাড়া সে (আফজাল) ২০২০ সালে করোনা ও ২০২৩ সালে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়েছিল।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :