AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডাসারে ছাত্রীকে পিটিয়ে আহত করলেন শিক্ষক


Ekushey Sangbad
নাজমুল হাসান, ডাসার, মাদারীপুর
০৫:৫৮ পিএম, ২৫ জানুয়ারি, ২০২৪
ডাসারে ছাত্রীকে পিটিয়ে আহত করলেন শিক্ষক

মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ক্লাশে বসে বেয়াদবির অপরাধে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের ইংরেজি শিক্ষকের বিরুদ্ধে। 

সরজমিনে গিয়ে জানাগেছে, উপজেলার  নবগ্রাম উচ্চ বিদ্যালয়ে গত মঙ্গলবার দুপুরের দিকে ১০ম শ্রেণীর ছাত্রী সাথী বাড়ৈ ক্লাসে বেয়াদবি করায় বেত দিয়ে বেধড়ক পিটুনি দেয় বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক অরুন দাস।এতে ওই শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসা নেয়।

পরে ছাত্রীর পরিবার উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দিতে গেলে বিষয়টি মিমাংসার কথা বলে ছাত্রীর পরিবারকে ফিরিয়ে আনেন  এবং ধামাচাপা দেন স্কুলের অন্যান্য শিক্ষক ও স্থানীয় কিছু লোকজন।নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীর এক অভিভাবক জানান, ওই শিক্ষক এর আগেও একাধিক শিক্ষার্থীদের পিটিয়ে আহত করছেন।

এমনকি সরজমিনে সংবাদ সংগ্রহ করতে গেলে ওই শিক্ষক স্থানীয় কিছু ভাড়াটে লোকজন নিয়ে এসে সাংবাদিকদের হুমকি প্রদান করেন।

এ বিষয়ে ছাত্রীর বাবা সুদানি বাড়ৈ জানান,তার মেয়েকে পিটিয়ে আহত করা হয়েছে।এলাকার কিছু লোকজনের চাপে মিমাংসা করতে বাধ্য হয়েছি।

এবিষয়ে অভিযুক্ত শিক্ষক অরুন দাশের কাছে জানতে চাইলে তিনি বলেন ,ক্লাসে বেয়াদবির কারণে দুইটা পিটান দিছি।এতে তার হাত ফুলে গেছে।বিষয়টি মিমাংসা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহদেব বাড়ৈ বলেন,গতকালই ছাত্রীর অভিভাবক ও শিক্ষকেরা মিলে বিষয়টি মিমাংসা করে দিয়েছে। 

এ ব্যপারে ডাসার উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ বলেন,এ বিষয়ে কেউ অভিযোগ নিয়ে আসে নি।অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

একুশে সংবাদ/এস কে 

 


 

Link copied!