জামালপুরের ইসলামপুর ঘোড়া দৌড় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার পলবান্ধা ইউনিয়নের পূর্ব বাহাদুর পুর এলাকাবাসীর আয়োজনে বাহাদুর মাঠে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, প্রতিযোগীতায় ৫০টি ঘোড়া কয়েকটি গ্রুপ দাপট দৌড়” কমদ দৌড়ে সওয়াররা অংশ নেয়।
তিনটি দাপট দৌড়ে শাহাজল মিয়া সাজিমারা গ্রামের হাফেজ আলী ও ছেকান্দর বিজয়ী হন। কদম দৌড়ে খয়েদির চর গ্রামেরমন্টু মিয়া, মাইছেনি চর গ্রামের আনোয়ার হোসেন, দাবার চরের ভলু সওদাগর, কলকি হারা গ্রামের নামাজি শেখ, সাদা মিয়া ও খলিলুর রহমান বিজয়ী হন।
বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন ধর্মমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম, সহ সভাপতি মজিবর রহমান শাহজাহান,আঃ রাজ্জাক লাল মিয়া,শাহাদত হোসেন স্বাধিন,যুগ্ম সসম্পাদক জিয়াউল হক সরকার,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,প্যানেল মেয়র দেলোয়ার হোসেন লেবু,যুবলীগ সাধারণ সম্পাদক মোহন মিয়া,কাউন্সিলর জুলহাস মিয়া,যুব মহিলা লীগ সভাপতি আবিদা সুলতানা যুথিসহআওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুভ মিয়ার সঞ্চালনায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাটি হাজারো দর্শক উপভোগ করেন।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :