AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নান্দাইলে ৪ জুয়ারীসহ ৫ জন গ্রেফতার


Ekushey Sangbad
নান্দাইল উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ
০৫:১৫ পিএম, ২৭ জানুয়ারি, ২০২৪
নান্দাইলে ৪ জুয়ারীসহ ৫ জন গ্রেফতার

ময়মনসিংহের নান্দাইলে পুলিশ বিশেষ অভিযানে চালিয়ে জুয়ার আসর থেকে ৪ জোয়ারী ও জিআর ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে।

শনিবার) ২৭ জানুয়ারি) সকালে পাঁচ আসামীকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এর আগে গত শুক্রবার রাতে নান্দাইল মডেল থানা পুলিশ ময়মনসিংহ জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল)এর দিকনির্দেশনায়  উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালেঙ্গা থেকে জুয়া খেলার আসর থেকে  ৪ জোয়ারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন মোয়াজ্জেমপুর ইউনিয়নের আমোদপুর গ্রামের লাল মিয়ার পুত্র মিলন মিয়া(৪০) মৃত নুর ইসলামের পুত্র আব্দুল কাদির(৪০) কপালহর গ্রামের আবু সিদ্দিকের পুত্র এমরান নন্দন(৪৫) ও মৃত মছরব আলীর পুত্র ফখরুল ইসলাম (৪৮)।

এছাড়া জিআর ওয়ারেন্টভুক্ত মৃত আব্দুল বারীকের পুত্র আশরাফুল ইসলাম ওরফে মানিককে (৩৫) গ্রেফতার করে পুলিশ।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মজিদ বলেন, পুলিশের বিশেষ অভিযানে জুয়া আইনের ৪ ধারায় ৪ জুয়ারীও ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাদের ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। 

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!