পাবনার ভাঙ্গুড়া উপজেলার বাজারে জমে উঠেছে শীতবস্ত্রের বেচাকেনা। বেশ কিছুদিন ধরে সকাল থেকে কুয়াশা আর রাতে তীব্র শীতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
শনিবার (২৭ জানুয়ারি) ফুটপাতের দোকানগুলো ঘুরে দেখা গেছে, শীতবস্ত্র বেচাকেনার তীব্র ভিড়। ঈদবাজারের মতো আগ্রহ নিয়ে লোকজন শীতের কাপড় কিনছেন। শীতবস্ত্রের মধ্যে বেশি বিক্রি হচ্ছে বাচ্চা ও বয়স্কদের কাপড়।
তাই অভিজাত মার্কেটগুলোতে বেচাকেনা কম থাকলেও ফুটপাতে বেড়েছে গরম কাপড়ের বেচাকেনা। প্রতিবছর শীতের শুরু থেকে ভাঙ্গুড়ায় এই ফুটপাতে মৌসুমি ব্যবসায়ীদের বেচাকেনা বেড়ে যায়। এখানে বেচাকেনা চলে সপ্তাহে দুদিন, শনিবার ও বুধবার।
সেখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের গরম কাপড়, বয়স্কদের সোয়েটার, ব্লেজার, মাফলারসহ নানা ধরন ও মানের শীতের কাপড় পাওয়া যাচ্ছে। অনেকে ২০ টাকা, ৩০ টাকা, ৫০ টাকা দাম হাঁকিয়ে শীতের কাপড় বিক্রি করছেন।
উপজেলার শরৎনগর বাজারে ফুটপাতে পুরনো কাপড় বিক্রেতারা জানান, বেশ কিছুদিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। নিম্ন আয়ের মানুষ পুরোনো কাপড়ের দোকানে বেশি আসেন। এ বছর ব্যবসা ভালো হচ্ছে বলে জানিয়েছেন তারা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :