কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে চোরের খপ্পরে পড়েছেন,বিধবা আনোয়ারা খাতুন (৬০)। খোয়ালেন চিকিৎসার জন্য জড়ো করা শেষ সম্বল ৫ হাজার টাকা। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
ভুক্তভোগী আনোয়ারা খাতুন বলেন,রবিবার সকালে হাতের ব্যাথার জন্য চিকিৎসা নিতে এসেছিলাম একটি ক্লীনিকে। ওই ক্লীনিক থেকে বললেন স্বাস্থ্য কমপ্লেক্সে ভাল হাড়ের চিকিৎসক আছে। আমি ওনাদের কথা মত স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার জন্য লাইনে দাড়িয়ে ছিলাম।
এ সময় লাইনে থাকা আমার পিছনের এক মহিলা আমাকে পিছন থেকে ধাক্কা মারছিল। এর কিছুক্ষন পর আমার হাতে থাকা প্যাকেটটি হালকা মনে হচ্ছিল। এরপর প্যাকেটটি উচু করে দেখি প্যাকেটের নিচে কাটা।
তিনি বলেন, ওই প্যাকেটে ছিল ডাক্তার দেখানোর জন্য ছাগল বিক্রি করে জড়ো করা ৫ হাজার টাকা আর একটা মোবাইল। তারা আমার সবকিছু নিয়ে গেছেন। বিষয়টি স্বাস্থ্য কমপ্লেক্স কতৃপক্ষ জানিয়েছি। তবে কোন লাভ হয়নি। আনোয়ারা খাতুন কোটচাঁদপুরের কাগমারী গ্রামের মৃত অমেদুল ইসলামের স্ত্রী।
এ দিকে ওই নারী তাঁর চিকিৎসার জন্য জড়ো করা সব টাকা খুইয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছেন।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, ওই ঘটনায় এখনও পর্যন্ত কেই কোন অভিযোগ করেনি থানায়।
উল্লেখ,এভাবে প্রতিনিয়ত কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা ভুক্তভোগীরা চুরির স্বীকার হচ্ছেন। এ সব বিষয় নিয়ে কতৃপক্ষের সঙ্গে কথা বলেও কোন লাভ হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :