বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদাম হোসেন বলেছেন ছাত্রলীগের কমীর্রা নেতা হওয়ার জন্য রাজনীতি করে না, দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বাংলাদেশ গড়ে তোলার কাজ ছাত্রলীগের নেতা কমীর্রা নিজ দায়িত্বে পালন করে যাচ্ছে।
সোমবার (২৯ জানুয়ারি) বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ”তারুণ্যে গড়বে পঞ্চগড়’ সংগঠনের আয়োজনে বোদা পৌরসভার অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবন্ত্র কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা কথা বলেন।
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা ও বোদা পাইলট গালস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুলের সভাপতিত্বে কম্বল বিতরণী সভায় উপস্থিত ছিলেন বোদা পৌর মেয়র আলহাজ্ব আজাহার আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি ইতিয়াজ হোসেন মিজার, পৌর আওয়ামী লীগের সহ—সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিক তেনজিন, অমিয় আলম অমি, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামীলীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকমীরা।
এ সময় ৪ শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিকেলে দেবীগঞ্জ উপজেলায় ৪ শতাধিক মানুষের মাঝে শীতবন্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।
এ সময় তিনি বোদা উপজেলার ১০টি ইউনিয়ন ও দেবীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে মোট ১০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে বলে
জানান।
একুশে সংবাদ/ল.ম.প্র/জাহা
আপনার মতামত লিখুন :