গাজীপুরের কালিয়াকৈরে গত২৮ শে জানুয়ারী রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী শিক্ষক ও ওই বিভাগের প্রধান সাঈদ রেজা আল মামুন (৫০) কে তার আপন বড় ভাই মোহাম্মদ আলীর নির্দেশে নিহতের আপন ছোট ভাই মজিবর ও মজিবরের দুই ছেলে সুমন ও সেজান জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে হত্যা করে।
এ এই ঘটনায় নিহতের স্ত্রী হাসিনা বেগম পরদিন২৯ জানুয়ারি সোমবার চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে গাজীপুর রেব ওয়ান ছায়া তদন্ত ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গত সোমবার নিহতের বড়ভাই মোহাম্মদ আলীকে আটক করে। এবং নিহতের ছোট ভাই মজিবর ও তার দুই ছেলে সুমন ও সেজানের অবস্থান সনাক্ত করে গাজীপুরের জোয়ারটেক এলাকায় একটি ভাড়া বাসা থেকে গতকাল ভোরে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন গাজীপুর র ্যব -১। এই আলোচিত হত্যাকান্ড মামলার তদন্তকারী কর্মকর্তা কালিয়াকৈর থানার এস, আই-আমজাদ হোসেন জানান, আসামিদের গ্রেফতারের পর গাজীপুরের অফিসে সংবাদকর্মীদের উদ্দেশ্যে ব্রিফিংয়ের পর আসামিদের কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে। কালিয়াকৈর থানার আইনি প্রক্রিয়া শেষে আজ তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :