পাবনার ভাঙ্গুড়া উপজেলায় স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে চলতি মাসেই দেশের ১৫টি উপজেলার সাড়ে ২৪ লাখ নাগরিকের মধ্যে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড বিতরণ করা হবে বলে জানা গেছে।
গতকাল বুধবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমে কোন প্রকার ভোগান্তি ছাড়াই প্রথম দিনের স্মার্টকার্ড বিতরণ শেষ হয়। আজকেও ভোগান্তি ছাড়াই দ্বিতীয় দিনের মতো স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম চলছে। ভাঙ্গুড়া থানা পুলিশ, আনসার এবং গ্রাম পুলিশ সুষ্ঠুভাবে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান জানান, গতকাল বুধবার থেকে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ভোগান্তি ছাড়াই দ্বিতীয় দিনের মতো স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম চলছে। এ কার্যক্রম চলবে চলতি মাসের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :