গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হলো বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বাদ জোহর বাংলাদেশের মাওলানা রবিউল হকের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
বিশ্ব ইজতেমার মাওলানা জোবায়ের অনুসারী মুরুব্বি মুফতি জহির ইবনে মুসল্লি বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু লোকজন বেশি হওয়ায় এবং ময়দান পরিপূর্ণ হয়ে যাওয়ায় একদিন আগেই বৃহস্পতিবার বাদ জোহর আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
এর আগে বাদ ফজর আমলি বয়ান করেন হিন্দুস্তানের মাওলানা আহমদ লাট। বাদ আছর বাংলাদেশের মাওলানা ফারুক, বাদ মাগরিব বয়ান করবেন হিন্দুস্তানের মাওলানা ইব্রাহিম দেওলা।
রোববার (৪ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
চার দিন পর আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ইজতেমার দ্বিতীয় পর্ব পরিচালনা করবেন মাওলানা সাদ অনুসারীরা। একইভাবে আগামী ১১ ফেব্রুয়ারি (রোববার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের (২০২৪ সালের) বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।
ইতোমধ্যে বিশ্ব ইজতেমার ময়দান দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের আগমনে পরিপূর্ণ হয়ে গেছে। পুরো ময়দান এবং আশপাশ এলাকাজুড়ে অবস্থান নিয়েছেন মুসল্লিরা। বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া লাখ লাখ মুসল্লিদের নিরাপত্তায় রয়েছেন র্যাব-পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী কয়েক হাজার সদস্য।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :