AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গার্ড অব অনার পেলেন মাশরাফী বিন মোর্ত্তজা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,নড়াইল
০৯:০২ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২৪
গার্ড অব অনার পেলেন মাশরাফী বিন মোর্ত্তজা

হুইপ হিসেবে নিজ জেলা নড়াইলে গার্ড অব অনার পেলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মাশরাফী বিন মোর্ত্তজা।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় মাশরাফী বিন মোর্ত্তজাকে নড়াইলের সার্কিট হাউসে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান।

এ সময় মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ যে উনি আমাকে এ পদ দিয়েছেন। আমি সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করব কাজটা ঠিকমতো করতে। সেই সঙ্গে এই জনপদের মানুষের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। তাদের কারণে আমি এ পর্যন্ত আসতে পেরেছি। আমি আমার কাজের মধ্য দিয়েই যে সমস্যাগুলো আছে পূরণ করার চেষ্টা করব। বড় বড় অনেক প্রকল্প শেষের পথে বাকি এক বা দুইটা আছে সেগুলো আমি আমার সর্বোচ্চ দিয়ে সেগুলো করার চেষ্টা করব।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী এবং অন্যান্য সকল কর্মকর্তাগণ।

 

একুশে সংবাদ/বিএইচ
 

Link copied!