চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে বিজিবি’র সিগন্যাল অমান্য করে দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যাবার চেষ্টাকালে বিজিবি সদস্যদের তৎপরতায় ১টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ মোটরসাইকেলের এক যুবককে টেনে নামিয়ে আটক করা হয়েছে।এ সময় মোটরসাইকেল চালক অপরজন পালিয়ে গেছে।
আটক আব্দুল হান্নান (৩৫) শিবগঞ্জের কানসাট পুকুরিয়া এলাকার মৃত রইস উদ্দিনের ছেলে। বিজিবি জানায়, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) বিকেল পৌনে ৪টার দিকে সোনমসজিদ স্থলবন্দর সংলগ্ন বালিয়াদীঘি এলাকায় সোনামসজিদ মহাসড়কে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ব্যাটালিয়নের (৫৯’বিজিবি) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবির নিকট তথ্য ছিল ওই সময়ে ওই এলাকা দিয়ে অস্ত্র চোরাচালানের সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েসের নেতৃত্বে বিজিবি’র একটি দল সোনামসজিদ সীমান্তের প্রায় ১শত গজ ভেতরে মহসড়কে চেকপোষ্ট বসিয়ে যানবাহন তল্লাশি শুরু করে। তল্লাশির এক পর্যায়ে দুইজন আরোহিসহ উল্লেখিত মোটরসাইকেলটিকে থামার জন্য সিগন্যাল দেয়া হলে সেটি সিগন্যাল অমান্য করে না থেমে দ্রুতগতিতে পালিয়ে যাবার চেষ্টা করলে বিজিবি সদস্যরা মোটরসাইকেলের পেছনে বসা হান্নানের জ্যাকেট টেনে ধরে। এতে করে সে নিচে পড়ে যায়।
পরে তাঁর দেহ তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন পাওয়া যায়।
আটককৃতকে শিবগঞ্জ থানায় হস্তান্তর ও এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানায় বিজিবি। ৫৯’বিজিবি অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বলেন, পালিয়ে যাওয়া মোটরসাইকেল চালককে খোঁজা হচ্ছে। এ ছাড়া ঘটনায় জড়িতদের ব্যাপারে অনুসন্ধান করা হচ্ছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :