ঘন কুয়াশায় ৫ঘণ্টা পর দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (০২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে এ নৌরুটে পুনরায় ফেরি সহ সকল প্রকার নৌযান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত থেকেই এ নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় শুক্রবার ভোর রাত সাড়ে ৪টায় দিকে কুয়াশার চাদরে ঢেকে যায় পুরনো নৌপথ। এতেকরে নৌপথের মার্কিং বাতি দৃষ্টিসীমার বাইরে চলে যায়। এ-সময় নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি সহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করে দেয় ঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক আব্দুর রহিম জানান, কুয়াশার ঘনত্ব কমে এলে সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে কুয়াশায় কিছুই না দেখতে পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ভোর রাত সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :