গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে আজ (শুক্রবার)। ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে দেশের সর্ববৃহৎ জুমার জামাত।
দুপুর দেড়টায় কাকরাইলের মুরুব্বি মাওলানা জোবায়ের দেশের বৃহত্তম জুমার নামাজে ইমামতি করবেন। ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
ইজতেমায় চলছে পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ান। দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে ইবাদত-বন্দেগি, জিকির-আসকার আর আল্লাহু আকবার ধ্বনিতে মুখর টঙ্গীর তুরাগ নদের তীরের বিশ্ব ইজতেমা ময়দান।
এদিকে বৃহত্তম জুমার এ নামাজে অংশ নিতে তাবলীগের মুসুল্লি ছাড়াও গাজীপুর ও আশপাশের জেলা থেকে বৃহস্পতিবার রাতেই ইজতেমা ময়দানে মুসল্লিরা অবস্থান নিয়েছেন। এছাড়া আজ (শুক্রবার) অনেক মুসুল্লি ভোর থেকেই টঙ্গীর উদ্দেশে রওনা হয়েছেন। জুমার নামাজ শুরুর আগ পর্যন্ত এই জামাতে অংশ নিতে মুসল্লিরা আসতে থাকেন।
এছাড়া পরিবহন সংকটে অনেকেই জুমার নামাজে অংশ নিতে পায়ে হেঁটে রওনা দিয়েছেন। ১৬০ একরের পুরো ইজতেমা ময়দান ছাপিয়ে কামারপাড়া, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের অলি-গলিতেও জুমার নামাজে অংশ নেবেন মুসুল্লিরা।
অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা মফিজ মণ্ডল ময়মনসিংহের পাগলা থানার নিগুয়ারী এলাকা থেকে ইজতেমার জুমার জামাতে অংশ নিতে আসেন। তিনি বলেন, আমার এলাকার জামাত গতকাল বৃহস্পতিবার ইজতেমা ময়দানে আসে। আজ আমি দেশের বৃহত্তম জুমার নামাজে অংশ নেব। নামাজ শেষে জামাতের সঙ্গে সাক্ষাৎ করব এবং আখেরি মোনাজাত পর্যন্ত তাদের সঙ্গে থাকার ইচ্ছা আছে।
কিশোরগঞ্জের হোসেনপুরের মমিনুল ইসলাম বলেন, আমরা চার বন্ধু ইজতেমার জুমার নামাজে অংশ নেব। দেশের এত বড় জামাতে শরিক হওয়া অবশ্যই ভাগ্যের ব্যাপার।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :