নীলফামারীতে একটি বাসা থেকে এক গৃহবধূ ও তাঁর দুই মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় গৃহবধূর স্বামী আশিকুল হক মোল্লাকে (৪০) গলাকাটা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
সদর উপজেলার দাড়োয়ানী বন্দরবাজার এলাকায় আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
আশিকুল হক মোল্লা ওই এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মৃত আব্দুর রউফ মোল্লার ছেলে।
নিহতরা হলেন, আশিকুল মোল্লা বাবুর স্ত্রী তহুরা বেগম (৩০), তাঁদের মেয়ে আয়েশা আক্তার তানিয়া (১১) ও মোছা. জারিন (৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম।
স্থানীয়রা জানান, সকালে ওই বাড়ি থেকে চিৎকার শুনে সেখানে যান প্রতিবেশীরা। সেখানে তারা তহুরা বেগম ও তাঁর দুই মেয়ের মরদেহ দেখতে পান। এ সময় আশিকুল মোল্লাকে গলাকাটা অবস্থায় দেখতে পেয়ে তাকে নিয়ে হাসপাতালে নিয়ে যান।
ওসি তানভীরুল ইসলাম জানান, শুক্রবার সকালে গলাকাটা অবস্থায় ব্যবসায়ী বাবু মোল্লাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছেন স্থানীয়রা। ঘটনাস্থলে কাজ করছে পুলিশ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :