বিজ্ঞান ও প্রযুক্তি,উদ্ভাবনেই সমৃদ্ধি এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে (৪-৫ ফেব্রুয়ারি) ২ দিন ব্যাপি লক্ষ্মীপুরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং বিজ্ঞান মেলা সদর উপজেলা পর্যায়ে উদ্বোধন করা হয়েছে।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগীতায় সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক
সুরাইয়া জাহান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার
বিভাগের উপপরিচালক সাজিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব পদ্মা সেন সিংহ,সহকারী কমিশনার ভূমি মকবুল আহমেদ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেবসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। মেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৭ স্টল বসানো হয়। মেলায় সেবা স্টলদের জন্য পুরুষ্কারসহ বিভিন্ন ইভেন্টে বির্তক প্রতিযোগীতার আয়োজন করা হয়।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :