লালমনিরহাটের হাতীবান্ধায় ভুট্টা ক্ষেতে মিললো নবজাতকের মরদেহ। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে ওই উপজেলার বড়খাতা ডিগ্রী কলেজের পাশে ভুট্টা ক্ষেতে একটি ব্যাগে নবজাতকের মরদেহটি দেখতে পাই স্থানীয়রা।
ধারনা করা হচ্ছে, কে বা কারা রাতের আধাঁরে জন্মের পর নবজাতকটি কলেজের পাশে রাস্তার সাথে ভুট্টা ক্ষেতে ফেলে দেয়। স্থানীয় সকালে তা দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেছে।
হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।
একুশে সংবাদ/জ.ব.প্র/জাহা
আপনার মতামত লিখুন :