পাবনার ভাঙ্গুড়ায় বিতরণকৃত জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ডে চার ধরনের বানানে ‘ভাঙ্গুড়া’ লেখা রয়েছে। রাস্তা, গ্রাম, ডাকঘর ও উপজেলার স্থানে ভিন্ন ভিন্ন বানানে ভাঙ্গুড়া লেখা হয়েছে। এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বহীনতা ও উদাসীনতাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেছেন ভোটাররা।
জানা গেছে, গত ৩১ জানুয়ারি থেকে ভাঙ্গুড়া উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়। এতে প্রথম তিনদিন ভাঙ্গুড়া পৌরসভার প্রায় ১৫ হাজার ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
পৌরসভার ভাঙ্গুড়া বাজারে বসবাসরত ভোটারদের এ সব স্মার্ট কার্ডে গ্রাম বা রাস্তার স্থানে ‘ভাঙ্গুড়া বাজার’, ‘ভাঙ্গুরা বাজার’, ডাকঘরের স্থানে ‘ভাঙগুড়া-৬৬৪০’, ‘ভাংগুড়া’ ও পৌরসভার নাম ভাঙ্গুরা লেখা হয়েছে। একই স্মার্ট কার্ডের চার ধরনের ভাঙ্গুড়া বানানে বিস্মিত কার্ড সংগ্রহকারী ভোটাররা।
ভাঙ্গুড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর বরাত আলী বলেন, বিষয়টি নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার সাথে কথা বলবো। যাতে পরবর্তীতে ভোটাররা কোনো সমস্যায় না পড়ে।
এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান একুশে সংবাদ. কমকে জানান, ২০০৭ সালে প্রথম ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়। সে সময় তথ্য সংগ্রহকারীরা
তথ্য ইনপুটে এমনটা করেছিল। যে কারণে ভাঙ্গুড়া নামটি বিভিন্নভাবে লেখা রয়েছে। পরবর্তীতে যারা ভোটার হয়েছে তাদের স্মার্ট আইডি কার্ডে ভাঙ্গুড়া বানান সঠিক রয়েছে। বিভিন্ন ধরনের ভাঙ্গুড়া লেখা স্মার্ট কার্ডের বিষয়ে ঊর্ধ্বতন দপ্তরকে জানানো হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :