মাদারীপুর জেলায় ডাকাতির ১৬ বছর পর জলিল বেপারী (৪৫) নামে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আটক করেছে উজিরপুর মডেল থানা পুলিশ।
গত সোমবার রাত্রে ঢাকা মিরপুর ২ থেকে তাকে আটক করা হয়। উজিরপুর মডেল থানা পুলিশ সুত্রে জানা যায়, ২০০৮ সালে মাদারীপুর থানায় একটি ডাকাতি মামলা হয়। উক্ত ডাকাতি মামলায় ২০১১ সালের ১৩ এপ্রিল মাদারীপুর জেলা যুগ্ম দায়রা জজ মো.শহিদুল্লাহ ওই ডাকাতি মামলায় ৭ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
সাজা প্রাপ্ত আসামি জলিল দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। অবশেষে ঢাকা মিরপুর ২ থেকে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ এর নির্দেশনায় এসআই তরুন ও এসআই আল মামুন,জলিলকে গ্রেফতার করেন। আটক জলিল বেপারী উপজেলার গড়িয়াগাভা গ্রামের গোলাম আলীর ছেলে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো.জাফর আহম্মেদ বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর সাজাপ্রাপ্ত আসামীকে আটকের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :