AB Bank
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাহসূফি আব্দুল খালেক( ডক্ সাহেব) আর নেই


Ekushey Sangbad
সনত চক্রবর্ত্তী, ফরিদপুর জেলা প্রতিনিধি
০৬:৩৭ পিএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
শাহসূফি আব্দুল খালেক( ডক্ সাহেব) আর নেই

আলফাডাঙ্গা পৌরসভার ইছাপাশা গ্রামের বিশ্ব স্মৃতি কাদের মঞ্জিল পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শাহসূফী আব্দুল খালেক মুন্সি কাদরিয়া (ডক্ সাহেব) না ফেরার দেশে চলে গেলেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮.৩০ সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ৫ নং ওয়ার্ড  ইছাপাশা গ্রামে নিজ বাড়িতে তিনি বার্ধক্যজনিত কারণে মারা যান। পারিবারিক সূত্রে জানা যায়, তার বয়স হয়েছিল ১২৭ বছর।

আব্দুল খালেক স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ অনেক ভক্তবৃন্দ ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার দুপুরে সরকারি আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে, তাঁর লাশ নিজ বাড়িতে দাফন করা হয়েছে।

তিনি আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন। ১৯৭৩ সালে আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। চার যুগের বেশী সময় ধরে তাঁর নিজ বাড়ি আলফাডাঙ্গা পৌরসভার ইছাপাশা গ্রামে গড়ে তোলেন বিশ্ব স্মৃতি কাদের মঞ্জিল পাক দরবার শরীফ। 

প্রতি সপ্তাহের বুধবার রাতে আব্দুল খালেকের সাপ্তাহিক জলসা এবং প্রতিবছর বাংলা ২০ ফাল্গুন হতে ২৪ ফাল্গুন হাজার হাজার ভক্তদের আগমনের মধ্য দিয়ে পাঁচদিনব্যাপী বাৎসরিক ওরশ অনুষ্ঠিত হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!