রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় ২০০৯ সালে মাদক মামলায় শওকত আলী (২৮) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে ফরিদপুরের ভাঙ্গায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ (র্যাব) এর একটি টিম গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাবের ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার।
তিনি যশোরের বেনাপোল উপজেলার কাগমারী এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
এর আগে গত বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার আরও বলেন, শওকত আলী একটি মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। মামলা দায়েরের পর থেকে তিনি বিভিন্ন সময় আদালত হতে জামিন নিয়ে পরবর্তীতে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন।
গ্রেপ্তারকৃত আসামিকে বেনাপোল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও কমান্ডার জানান।
একুশে সংবাদ/জ.ই.প্র/জাহা
আপনার মতামত লিখুন :