চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও নবাগত ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিদ্যালয়ের মুক্ত মঞ্চে বিদায়ী ছাত্রীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুর পূর্বে ষষ্ঠ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় বর্তমান শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নজমুল হক শান্তি ও জমিরউদ্দীন-ছালিমা খাতুন মেধা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সিনিয়র সাংবাদিক সালাউদ্দীন কাজল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানের সভাপতিত্বে এবং নবম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস মেধা ও মাইমুনা মুস্কান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী ছাত্রীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন দশম শ্রেণির ছাত্রী সাদিকা আলম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মাদ প্রদীপ, সহকারী প্রধান শিক্ষক ছালমা খাতুন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সদস্য শ্রী সরজিৎ কুমার কর্মকার সেলিম হোসেন, মাহফুজুর রহমান, এনামুল হক, মুসলিমা খাতুন, সিনিয়র শিক্ষক কাদিমুল এহসান, সহকারী শিক্ষক সাইফুল আলম, হাফিজুর রহমান, ইব্রাহিম আলম প্রমূখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :