পাবনার ভাঙ্গুড়ায় দেশের স্বনামধন্য এবং প্রথম সারির আর্থিক প্রতিষ্ঠান ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক ও সুধী জনের সমন্বয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সঞ্চিতা টেলিকমের সত্ত্বাধিকারী শ্রী সংগীত কুমার পালের আয়োজনে উপজেলার ভাঙ্গুড়া বাজারের পৌর সদরের খাদ্য গুদাম চত্ত্বরে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি`র এজেন্ট ব্যাংকিং এর সত্বাধিকারী শ্রী সংগীত পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকিং শাখার বিস্তারিত আলোচনা করেন, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল।
এ সময় তিনি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ব্যাংকিং খাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও বর্তমান সরকারের সাফল্য তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহক ও সুধী সমাজের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন
ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি`র এজেন্ট ব্যাংকিং রাজশাহী রিজিওয়াল ম্যানেজার আবু জুয়েল।
এ সময় তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের নিয়ম মেনে গ্রাহকের একাউন্ট খুলতে ব্যাংকিং সেবার মত সকল কাগজ পত্র নিয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয় এবং ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এ গ্রাহকের আঙ্গুলে ছাপ নিয়ে টাকা উত্তোলন করতে হয়। ফলে গ্রাহকের প্রতারণার সম্ভবনা নেই। এফডিআর, ডিপিএস ও মাসিক সঞ্চয় ও গ্রহক এই বাংকে নিরাপদে রাখতে পারেন। একই শাখায় টাকা রাখা ও উত্তোলন করতে কোন ধরণের চার্জ নেওয়া হয় না।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন, সরকারি হাজী জামাল উদ্দীন ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শহীদুজ্জামান তরুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাদ খান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী মলয় কুমার দেব, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক আব্দুর রহিম প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, কয়েকশত গ্রাহক, সুধী সমাজ ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :