বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবার ধানক্ষেত থেকে একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঘুমধুম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তুমব্রু পশ্চিমকূল এলাকা থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে কয়েকজন কৃষক তুমব্রু পশ্চিমকূল বিজিবি ক্যাম্পের কাছাকাছি এলাকার ধানক্ষেতে কাজ করতে গিয়ে একটি মর্টার শেল দেখতে পায়। এরপর তারা প্রশাসনকে খবর দিলে বিজিবির সদস্যরা গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে।
নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ৮ ফেব্রুয়ারি দুপুরে ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকা থেকে একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, মিয়ানমারের বিজিপি সদস্যরা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় মর্টার শেলগুলো ফেলে গেছেন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :