চট্টগ্রামের পটিয়ায় এক মদ্যপায়ীর ধারালো অস্ত্রের আঘাতে জানতি নাথ দে (৬২) নামে কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের একটি পুকুর থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করে পুলিশ। জানতি নাথ দে কেলিশহর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শচীন্দ্র লাল দে’র ছেলে।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কেলিশহর ইউনিয়নে রূপাস দে নামে এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে ওই কৃষককে কুপিয়ে পার্শ্ববর্তী একটি পুকুরে ফেলে দেয়। পরে কৃষকের মরদেহ পানিতে ভেসে ওঠে।
স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ রাতে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা সানাতন দে জানান, সম্প্রতি কেলিশহর ইউনিয়নের ইউনিয়নের পাহাড়ি এলাকা হয়ে মাদকের চালান পাচার হয় বিভিন্ন এলাকায়। বিভিন্ন গ্রামে সন্ধ্যা হলেই বেড়ে যায় মদ্যপায়ীদের উৎপাত।
শুক্রবার সন্ধ্যায় জানতি নাথ দে কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে দা দিয়ে মাথায় আঘাত করে পাশের পুকুরে ফেলে দেন রূপাস দে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :