হবিগঞ্জের বাহুবলে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতি কাজে ব্যবহত বিভিন্ন সরঞ্জামি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার (এসপি) মোঃ আক্তার হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে লস্করপুর রেল ক্রসিং এর পার্শ্ববর্তী স্থানে চেকপোস্ট বসিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো বাহুবল উপজেলার কাজীহাটা এলাকার উস্তার মিয়া ছেলে মোঃ জাহাঙ্গীর মিয়া(২৫), রাজসুরত এলাকার আব্দুল হাই`র ছেলে মাহমুদ আলী(২৭),
শ্রীকলস এলাকার হানিফ উল্লাহ`র ছেলে মোঃ আল আমিন(২৫), একই এলাকার রশিদ আলীর ছেলে মোঃ শাহিন মিয়া (২৬), শায়েস্তাগঞ্জ উপজেলার উবাহাট এলাকার আইয়ুব আলীর ছেলে বাছির মিয়া (২৬)।
এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি, একটি প্রাইভেট কার এবং প্রাইভেটকারে ভিতর তল্লাশী করে দেশীয় অস্ত্র বাটযুক্ত ধারালো ছুরি, লোহার রড, হাতুড়ী, গ্রীলকাটার অস্র উদ্ধার করা হয়।
পরে আসামীদের জিজ্ঞাসাবাদে তারা বেশ কয়েকবার ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে যাত্রীবাহী গাড়ি আটক করে ডাকাতির বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :