গাজীপুর রেলগেটে কুড়িগ্রাম এক্সপ্রেস নামের ট্রেন রেল লাইনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এসময় ট্রাকের ধাক্কায় পাশে দাঁড়িয়ে থাকা মো. রবিন (২৪) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছে।
রোববার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে টঙ্গীর মধুমিতা রেলগেটে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। রবিন টঙ্গী গাজীপুরের মধুমিতা হাউজ বিল্ডিং এলাকার দুদু মিয়ায় ছেলে।
রবিনকে হাসপাতালে নিয়ে আসা ছোট বোন খাদিজা বলেন, রবিন অটোরিকশা চালিয়ে সংসার চালাত। গতরাতে মধুমিতা গেটে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস নামের একটি ট্রেন রেল লাইনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে ট্রাকটি পাশে দাঁড়িয়ে থাকা আমার ভাইয়ের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে আমার ভাই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে রবিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :