জাকের পার্টির প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহসূফি খাজাবাবা ফরিদপুরী (র.) সাহেবের ওফাত স্বরণে ফরিদপুরের সদরপুরের বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে শুরু হয়েছে ‘বিশ্ব ইসলামী সম্মেলন’।
সোমবার(১২.২.২৪) সকাল থেকে শুরু হওয়া এ সম্মেলন মঙ্গলবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হবে।
জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার জানান, সম্মেলন উপলক্ষে সারা দেশ থেকে ধর্মপ্রাণ মুসলিমসহ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের কয়েক লাখ শান্তিকামী মানুষ, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ সহ নানা অঙ্গনের আলোকিত মানুষ এ সন্মেলনে যোগদান করছেন।
তিনি জানান, এ উপলক্ষ্যে কয়েক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে জড়ো হওয়া মানুষ ওয়াক্তিও নামাজ, ইবাদত বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ মাহফিল, মোরাকাবা শাহেদা, জেকের আসকার করে সময় কাটাচ্ছেন।
ইসলামী সম্মেলনের বক্তারা বলেন, জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজা ফরিদপুরী (র:) ইসলামের উদারনৈতিক মানবিক সৌন্দর্যের যে আদর্শ প্রচার করেছেন, বিনয়,একতা, ভদ্রতা শৃঙ্খলা, সাম্য আর ভালোবাসার যে শিক্ষা দিয়েছেন, তা মানুষের মাঝে কতটা আবেদন রেখেছে, আজকের বিশ্ব ইসলামী সন্মেলন তার স্বার্থক প্রমাণ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :