আপনারা নিজেদের স্বার্থে মেয়েদের অল্প বয়সে বিয়ে দিবেন না। অল্প বয়সে বিয়ে দেয়া মানে, ওই মেয়েকে আগুনে ফেলে দেবার সমান। আপনারা নিজেরা আয় করে মেয়েদের লেখাপড়া করান। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কোটচাঁদপুরের শেরখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে কিশোরীদের সচেতনতা মূলক প্রশিক্ষন, প্রশিক্ষন সামগ্রী বিতরণ ও অভিভাবক সমাবেশে অভিভাবকদের উদ্দেশ্যে এ কথা বলেন ঝিনাইদহের জেলা প্রাশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা উছেন মে।
বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহের বিআরডিপির উপপরিচালক মুক্তার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, বিদ্যালয়ের সভাপতি রবিউল ইসলাম, প্রধান শিক্ষক আক্কেল আলী।
এছাড়া উপস্থিত ছিলেন সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) আল-আমিন। উপজেলার দরিদ্র মহিলাদের জন্য সম্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপ্র) এ সমাবেশের আয়োজন করেন। পরে জেলা প্রশাসক প্রশিক্ষাণার্থীদের হাতে প্রশিক্ষন সামগ্রী তুলে দেন।
এরপর তিনি উপজেলা অফিসার্স ক্লাবের এক মতবিনিময় সভায় যোগ দেন। আলোচনা করেন বাল্যবিবাহ, আত্মহত্যা, জঙ্গিবাদ, আইনশৃংঙ্গা বিষয় নিয়ে।
একুশে সংবাদ/উ/সা.আ
আপনার মতামত লিখুন :