রাজবাড়ীর গোয়ালন্দে মানব পাচার প্রতিরোধে বিদ্যমান সুযোগ, চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতি (এমএমএস) ও তেরে দেস হোমস (টিডিএইচ) এর সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এই সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র`র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারসিম তারান্নুম হক, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, গোয়ালন্দ ঘাট থানার এসআই রাখাল চন্দ্র, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন সহ উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ প্রমূখ।
একুশে সংবাদ/জ.ই.প্র/জাহা
আপনার মতামত লিখুন :