অমর একুশে বই মেলা ২০২৪ এ প্রকাশ হয়েছে নরসিংদীর পলাশের কবি আমিরুল হাছানের চতুর্থ একক কাব্যগ্রন্থ রহস্যের ব্যথা। পাচ ফর্মার এই বইটি প্রকাশ করেছে কবিতাচর্চা প্রকাশনা। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইমেলা ৬১২ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। কবি আমিরুল হাছানের বইটিতে আদি ও আধুনিক শব্দের নিজস্ব স্বত্বার মিলন ঘঠিয়েছেন। নিজ আস্থা ও অন্তের বাক্যের ভেতর শব্দের প্রয়াসে সমাজ ও মানুষের অস্থায়ী ও স্থায়ী জীবনের পাঠচক্র খুঁজেছেন সাধু সন্তের মতো।
“রহস্যের ব্যথা” নাম করণের কাব্যগ্রন্থটি অজস্র ব্যথা আর কথার দান পাঠকের কাছে রেখে যেতে চান সত্য ন্যায় ও মানবতায়। আমাদের চারদিকে রহস্যময় জীবনে রহস্যের আবেদনে প্রেমদান করেছেন কবি কথার মালা দিয়ে ফুটিয়ে তুলেছেন সত্য মিথ্যা চিন্তা চেতনার প্রতিচ্ছবি।
প্রকাশক বদরুল হায়দার বলেন, রহস্যের ব্যথা বইটিতে একটি আধ্যাত্তিক ধ্যান মগ্নতা রহস্য ভেদের অপার সৃষ্টির প্রকাশ ঘটে। যেখানে প্রেম সার্বক্ষণিক চলমান সত্তা তেমনি রহস্যের ব্যথা কাব্যগ্রন্থে তার প্রতিচ্চিত্রের পূর্ণতা রয়েছে। বইমেলা শুরু থেকেই এই বইটি ভালো সাড়া পেয়েছি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :