শেরপুরে মডেল গার্লস ডিগ্রী কলেজ এর আয়োজনে বসন্ত উৎসব ও পহেলা ফাল্গুন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা পালন করা হয়েছে।
আজ (১৪ ফেব্রুয়ারি )পহেলা ফাল্গুন প্রতি বছরের ন্যায় শহরের মডেল গার্লস ডিগ্রী কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা সকালে বর্ণ্নাঢ্য শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে ফুলের শ্রদ্ধা জানান।
এরপর কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা ও সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কলেজের শিক্ষার্থীরা হলুদ শাড়ি পড়ে এবং খোঁপায় গোলাপ ও গাঁদা ফুল দিয়ে নানা রকম সাজে সজ্জিত হয়ে আনন্দ উল্লাস করেন।
এছাড়া শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং শেরপুর পৌরসভার ছাদ বাগানে পহেলা ফাল্গুন, বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানমালার আয়োজন করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :