ফরিদপুর শহরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তার ডিভাইডারের উপর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডিভাইডারের মাঝে কাপড়ে মোড়ানো মৃত নবজাতককে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে মানুষ রাস্তার পার হওয়ার সময় ডিভাইডারের মাঝে কাপড়ে মোড়ানো একটি বস্তু দেখতে পায়। কাপড়টি একটু সরানোর পর বাচ্চা মাথা ও পা দেখতে পেয়ে ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে কোতয়ালী থানার পুলিশ এসে বাচ্চার মরদেহটি নিয়ে যায়।
কোতয়ালী থানার উপ-পরিদর্র্শক জাহাঙ্গির হোসেন জানান, পুলিশ কন্ট্রল থেকে সংবাদ পেয়ে হাসপাতালের সামনের রাস্তায় ঘটনাস্থলে আসি। রাস্তার ডিভাইডারের উপর থেকে কাপড়ে মোড়ানো একটি নবজাতকের মরদেহ উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
একুশে সংবাদ/স.চ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :