সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশ ভারত সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ৯শ কেজি ভারতীয় চিনিসহ ৪টি তিন চাকা বিশিষ্ট ব্যাটারী চালিত অটো গাড়ী জব্দ করেছে। এ সময় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচ টার দিকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা গ্রামের কাঁচা রাস্তা এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় চিনি জব্দ করে পুলিশ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) পুলিশ এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানান।
মধ্যনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচ টার দিকে ওসি এমরান হোসেনের দিকনির্দেশনায় এসআই তপন চন্দ্র দাস এর নেতৃত্বে পুলিশের একটা দল উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা গ্রামের কাঁচা রাস্তা এলাকায় অভিযান চালায়। এ সময় তারা ৪টি তিন চাকা বিশিষ্ট অটোগাড়ী দিয়ে চোরাকারবারীরা অবৈধভাবে আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনি পাচার করার সময় এতে থাকা ৯শত কেজি ভারতীয় চিনি সহ ৪ চোরাকারবারী কে গ্রেপ্তার করে। জব্দকৃত চিনির আনুমানিক বাজারমূল্য ১লাখ ৮ হাজার টাকা ও ৪টি অটোগাড়ীর আনুমানিক মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা।
আটকরা হলেন- মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কালাগড় গ্রামের আব্দুল গফুরের ছেলে আলি আমজাদ(২০), হোসেনপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে আবু সাঈদ (১৯), পাশ্ববর্তী নেত্রকোনা জেলার চরপাড়া গ্রামের বাবুল সরকারে ছেলে সুকান্ত সরকার (২২), ঠাকুরাকোনা গ্রামের মৃত আব্দু সামাদের ছেলে মোখলেছ মিয়া (৪২)।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শুক্রবার মধ্যনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে পুলিশ স্কটের মাধ্যমে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।
স্থানীয়রা জানায়, মধ্যনগর এলাকায় এর আগে একাধিক অভিযানে ভারত থেকে অবৈধ পথে আসা চিনির চালান আটক করেছে। তবে সম্প্রতি চিনির পাশাপাশি ভারত থেকে অবৈধ ভারতীয় পণ্য মদ, গাজা,ইয়াবা আসা শুরু করছে। একমাত্র নিয়মিত অভিযান পরিচালনা করার মধ্য দিয়েই পুলিশের ব্যাপক তৎপরতায়এসব চোরাচালান বন্ধ হবে বলে আশা করছে অনেকে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এমরান হোসেন জানান, চোরাকারবারিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/স্ব.জা/সা.আ
আপনার মতামত লিখুন :