বরগুনার আমতলীর আমড়াগাছিয়া ছালেহিয়া কমপ্লেক্স ময়দানে লক্ষাধিক ধর্মপ্রাণ মুছুল্লীদের জমায়েতে মোনাজাত পরিচালনা করেন ছারছীনা দরবারের পীর আলহাজ্ব হয়রত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবব্বুল্লাহ (মাঃআঃ)। ৩দিন ব্যাপী অনুষ্ঠিত মাহফিলে দেশ বরেন্য আলেম ওয়ালামাগণ ওয়াজ নসিহত করেন।
মাহফিলের শেষ দিন শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জুমআর নামাজ শেষে লক্ষাধিক মানুষ মোনাজাতে অংশ নেন।
ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু, আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাড: এম এ কাদের
মিয়া, আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র মো. মতিয়ার রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান প্রমুখ।
আখেরী মোনাজাতে ছারছিনা শরীফের পীর দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করেছেন।
আরো উপস্থিত ছিলেন শাহ মোহাম্মদ হোসাইন পীরজাদা ছারছীনা, আলহাজ্ব মাওলানা মোঃ নুরর রহমান বেগ, ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদাসার উপাধাক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ রুহুল আমিন ছালেহী ও মোহাদ্দেস আলহাজ্ব হাফেজ মাওলানা বোরহান উদ্দিন।
একুশে সংবাদ/সা.খো.উ/সা.আ
আপনার মতামত লিখুন :