ময়মনসিংহের তারাকান্দায় প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি মিড ডে মিল ও ঝরে পড়া রোধ নিশ্চিতকরণের লক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ ফেব্রয়ারি) দুপুরে উপজেলার মাঝিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মা সমাবেশে হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার শাকিল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. ফজলুল হক,সহকারী কমিশনার (ভুমি) ফাহমিদা সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জীবন আরা বেগম,তারাকান্দা থানার অফিসার ইনচার্জ ওয়াজেদ আলী, বানিহালা ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন খন্দকার, প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোখছেদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ও ২ শতাধিক শিক্ষার্থীদের মায়েরা অংশ গ্রহণ করেন সমাবেশে।
প্রধান অতিথি জেলা প্রশাসক তার বক্তৃতায় মা-কে শিশুর প্রথম শিক্ষক আখ্যা দিয়ে অপসংস্কৃতি থেকে নিজকে ও শিশুদের দূরে রেখে সন্তানদের প্রতি যত্নশীল হতে বলেন। একজন ভালো সন্তান এলাকার গর্ব আর দেশের সম্পদ। এসম্পদ রক্ষা করতে হলে সন্তানদের প্রতি নজর রাখতে হবে।
এ ছাড়াও প্রধান অতিথি উপজেলার অফিসার্স ক্লাব উদ্বোধন ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন।
একুশে সংবাদ/স.আ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :