AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুলিশে চাকরি দেয়ার নামে প্রতারনার অভিযোগে দুই প্রতারক আটক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
১০:১৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
পুলিশে চাকরি দেয়ার নামে প্রতারনার অভিযোগে দুই প্রতারক আটক

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দিয়ে প্রার্থীর কাছ থেকে তার প্রবেশপত্র হাতিয়ে নেয়ার অভিযোগে দুই প্রতারককে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা— ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল জব্দ করা হয়।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের রেহাইচর এলাকার ডা. আ আ ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলার পর আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।  

গ্রেপ্তারকৃত দুই প্রতারক হলেন- জেলার শিবগঞ্জ পৌর এলাকার চৌধুরীপাড়া মহল্লার মেজবাহুল হক ওরফে মেসবাহ (৩০), তারাপুর মিস্ত্রীপাড়ার হাসান আসকরি ওরফে সেলিম রেজা (৩৩)।

পুলিশ জানায়, স্টেডিয়ামে নিয়োগ পরীক্ষার কার্যক্রম চালাকালীন সময়ে দুই ব্যক্তিকে ঘুরাঘুরি করতে দেখে সন্দেহ হয়। পরে তাদেরকে আটক করে মোবাইলফোন চেক করলে বিভিন্ন প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখানোর প্রমান পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদেও তারা প্রতারণার বিষয়টি স্বীকার করেন।


একুশে সংবাদ/আ.ও.প্র/জাহা

Link copied!