কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা বিচ ও সুগন্ধা থেকে কলাতলী পর্যন্ত অংশের নাম বদলের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সুগন্ধা পয়েন্টকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অনুসারে বঙ্গবন্ধু বিচ এবং সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলীর মাঝামাঝি সৈকতকে বীর মুক্তিযোদ্ধা বিচ নামে নামকরণ করার প্রস্তাব করা হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সৈকতের দুটি পয়েন্টের নাম পরিবর্তন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কক্সবাজারের জেলা প্রশাসককে চিঠি দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
চিঠি থেকে জানা গেছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া সৈকতের এই দুটি পয়েন্টের নাম পরিবর্তনের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কাছে আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন নামকরণের জন্য একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকে সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উন্নয়ন অধিশাখার সহকারী সচিব মো. সাহেব উদ্দিন চিঠিতে সই করেছেন। তিনি মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মোবাইল ফোনে বলেন, একজনের আবেদনের পরিপ্রেক্ষিতে সৈকতের দুটি পয়েন্টের নাম পরিবর্তনের প্রাথমিক সিদ্ধান্তের চিঠি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক সংশ্লিষ্ট কমিটির সঙ্গে বসে সম্ভাব্যতা যাচাই শেষে একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাবেন। তার প্রতিবেদন যদি আবেদনের পক্ষে হয়, তাহলে সৈকতের দুটি পয়েন্টের নাম পরিবর্তন হয়ে ‘বঙ্গবন্ধু বিচ’ ও ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ হবে।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :