মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বড়াইগ্রাম উপজেলা হলরুমে মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাশেলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাটোর ৪ আসন (গুরুদাসপুর-বড়াইগ্রাম) এর সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। বিশেষ অতিথির বক্তব্য দেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার শারমিন সুলতানা, মোঃ শফিউল আজম খান অফিসার্স ইনচার্জ বড়াইগ্রাম থানা, মোয়াজ্জেম হোসেন বাবলু প্রভাষক শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা অনার্স কলেজ, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জেম, স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা।
একুশে সংবাদ/সু.আ.জে/সা.আ
আপনার মতামত লিখুন :