মৌলভীবাজার জেলার জুড়ীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। শহীদ দিবসে উপজেলার শিশুপার্কের শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আ.লীগ, বিএনপি, জাতীয় পার্টি, উপজেলা যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন, রাজনৈতিক দল পুষ্পস্তবক অর্পন করে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সানজিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, উপজেলা কৃষি অফিসার মাহমুদুল আলম খান, সহকারী শিক্ষা অফিসার মাহবুবুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মাই টিভি প্রতিনিধি মনিরুল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) অসীত দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন চন্দ্র সূত্রধর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলগীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ সুজাউদৌল্লাহ প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ/জ.ই.উ/সা.আ
আপনার মতামত লিখুন :