AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারায়ণগঞ্জে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ১


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,নারায়নগঞ্জ
১২:২১ পিএম, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
নারায়ণগঞ্জে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ১

নারায়ণগঞ্জ শহরে অস্ত্র তৈরি ও বিক্রির দায়ে করিম মিয়া নামে একজনকে আটক করেছ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার বাসা থেকে দুটি দেশীয় রিভলভার এবং একটি দেশীয় একনলা শটগানসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে নিতাইগঞ্জের ঋষিপাড়ার নলুয়াপাড়া এলাকায় অভিযানে এ অস্ত্র তৈরির কারখানা শনাক্ত করা হয় বলে জানায় পুলিশ।

অভিযান শেষে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে তথ্য ছিল যে নিতাইগঞ্জ থেকে সারা দেশে দেশে অস্ত্র সরবরাহ করা হচ্ছে। ঘরোয়া পরিবেশে দেশীয় অস্ত্র তৈরি এবং সরবরাহের কারবার চলছে। আমরা এটি নিয়ে কাজ করছিলাম। বুধবার বিকেল সাড়ে পাঁচটায় আমাদের ডিবির টিম আসে এখানে। তারা হাতেনাতেই অস্ত্র তৈরির কারবারি করিম মিয়াকে আটক করে।

করিম মিয়ার কাছ থেকে দুটি দেশীয় রিভলভার এবং একটি দেশীয় একনলা শটগানসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক করিম মিয়া চাঁদপুরের হাইমচরের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। করিম ৯০ দশকে এখানে আসেন। এখানে বোনের বাসার পেছনে সেই অস্ত্র তৈরির কারবারি চালাচ্ছিলেন।

তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ চলছে। তার থেকে জানার চেষ্টা করছি যে, তিনি এযাবতকালে কার কার কাছে অস্ত্র সরবরাহ করেছেন বা কার থেকেই সরঞ্জাম ক্রয় করেছেন।

করিম মিয়া জানিয়েছেন তার সাথে আরো দুইজন সঙ্গী আছেন, আমরা তাদেরকে আটক করার চেষ্টা করছি। এখানে এসে কবুতর পালন করতেন কিন্তু কবুতরের পাশাপাশি তিনি এই অস্ত্র তৈরির ব্যবসা করতেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!